মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আজ করোনায় রেকর্ড সংখ্যক আক্রান্ত ৮৬ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৮৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে রেকর্ড সংখ্যক আক্রান্ত। মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ১ হাজার ১৮৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩২ জন, হাইমচরে ৭ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ১৩ জন, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ৯ জন, শাহরাস্তিকে ১৬ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৬ জন। বাকী ৪৬৩ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১ হাজার ১৮৭ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৭১, হাইমচরে ৮৬, মতলব উত্তরে ৭৪, মতলব দক্ষিণে ১৩৮, ফরিদগঞ্জে ১২৯, হাজীগঞ্জে ১১৪, কচুয়ায় ৫০, ও শাহরাস্তিতে ১২৫ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৫৪ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১৪৭টি। এর মধ্যে ৮৬টি পজেটিভ ও ৬১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৬৮। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৪ হাজার ৯৫০ টি। অপেক্ষমান রিপোর্ট ২১৮ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪১৪ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৭০ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪৪ জন। চিকিৎসাধীন ৪৬৩ জনের মধ্যে হাসপাতালে ৩২ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪২৫ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৯০৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ১০৬ জন।

আর পড়তে পারেন