বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চরম শিক্ষক সংকটে অতিথি শিক্ষক নির্ভর হাইমচর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যলয়

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

 

বি এম ইসমাইলঃ

হাইমচরের দুটি সরকারি উচ্চ বিদ্যালয়,বছরের পর বছর শিক্ষক সংকট বিরাজমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে যেন কোন ভাবনা নেই। বর্তমানে শিক্ষক সংকট চরম আকার ধারন করেছে উপজেলা প্রান কেন্দ্রে মনোরম পরিবেশে এই দুটি সরকারি বিদ্যালয়ের অবস্থান হলেও শিক্ষক এর অভাবে দিন দিন প্রাণহীন হয়ে পড়ছে এই বিদ্যালয় দুটি, ফলাফল সহ সার্বিক দিক দিয়ে বেসরকারি বিদ্যালয় গুলো হতে অনেক পিছিয়ে।

১৯৬৮খ্রিঃ প্রয়াত সংসদ সদস্য কমরেড আবদুল্লাহ্ সরকার হাইমচর বালক উচ্চ বিদ্যালয় এবং ১৯৭০খ্রিঃ হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সাবেক রাষ্ট্রপতি এইচ,এম এরশাদ ১৯৮১ সালে বিদ্যালয় দুটিকে সরকারিকরন করেন।মেঘনার ভাঙ্গনের পর বিদ্যালয় দুটি মাএ ৫০০ গজের ব্যবধানে স্থানান্তরিত হয়।সে থেকেই কম বেশি শিক্ষক সংকট লেগেই আছে।

২০১৩ সাল থেকে শিক্ষক সংকট চরমে। শিক্ষক বদলি হয়ে আসতে না আসতেই শহরের ভালো বিদ্যালয়ে যাওয়ার তদবির শুরু করে। ছাত্র-ছাত্রীরা জানে না শিক্ষক কখন আসে কখন যায়।বিদ্যালয় দুটির মধ্যে হাইমচর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও (ভারপ্রাপ্ত) সহ মোট ৫ জন শিক্ষক রয়েছে।শ্রেনির কার্যক্রম পরিচালনার স্বার্থে এ বিদ্যালয়ে কয়েক জন অতিথি শিক্ষক রেখে কোন মতে চলছে।হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যাল এর অবস্থা আরো করুন।এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহ্ এমরান সহ মোট ৩ জন শিক্ষক রয়েছে, এখানে অতিথি শিক্ষকের সংখ্যা ৭ জন ।বিদ্যালয় দুটিতে শৌচাগারের প্রকট সমস্যা রয়েছে।যাও রয়েছে তাও ব্যাবহারের অনুপযোগী বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।শ্রেনি কক্ষে বৈদ্যৎতিক পাখা গুলো অধিকাংশই অচল। হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয় এর খাবার পানি সরবরাহের ব্যাবস্থা না থাকায় ছাএীরা চরম সমস্যার সমমুখী হয়। পড়া লেখার স্বার্থে সুশিক্ষায় শিক্ষা লাভ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে  বিদ্যালয় দুটির প্রান ফিরিয়ে আনা হাইমচরবাসীর দাবি। স্থানীয় সাংসদসহ শিক্ষামন্ত্রনালয় এর দৃষ্টি কামনা করছি।

আর পড়তে পারেন