শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৮, ২০১৭
news-image

 

মো. দ্বীন ইসলাম :
মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দলিল উদ্দিন সভাপতিত্ব করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির কো-অপ্ট সদস্য ইঞ্জি. রেজাউল করিম। সভায় আরো বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য রমিজ উদ্দিন শিশির, অভিভাবক সদস্য মনসুর আহমেদ, কামাল গাজী, বশির আল হেলাল, ফাতেমা বেগম, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টারা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ প্রমুখ। সভা পরিচালনা করেন- নাসির উদ্দিন শাহ্।
সভায় জানানো হয়, বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষা খাতে উন্নয়নে সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা মোতাবেক নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে কৃতকার্যরাই আগামী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। এক বিষয়েও অকৃতকার্য হলে তাদের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ফরম ফিলাপ করানো সম্ভব হবে না বলে হুশিয়ারী করে দেন। ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মা ও বাবাকে নির্বাচনী পরীক্ষার জন্য সন্তানদের লেখাপড়া করানো অনুরোধ করেন।

আর পড়তে পারেন