শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম থেকে চুরি করা বেশির ভাগ অটোরিকশা বিক্রি হয় কুমিল্লায়

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম থেকে চুরি করা বেশির ভাগ অটোরিকশা বিক্রি হয় কুমিল্লায়। অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ এ তথ্য জানতে পারে। গ্রেপ্তার পাঁচ আসামি হলেন মো. শামীম, আবদুল কাদের, শরীফ হাসান, রহিম উল্লাহ ও মো. আরমান। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং ও নগরের পাহাড়তলী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রহিম পাহাড়তলী থেকে ও বাকি চারজন বুড়িচং থেকে গ্রেপ্তার হন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, গত ২৮ জানুয়ারি পাহাড়তলী জেলেপাড়া এলাকা থেকে আসামি শামীমসহ অন্যরা একটি অটোরিকশা চুরি করে নিয়ে যান। এই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান শুরু করে। এরপর বেরিয়ে আসে চট্টগ্রাম থেকে চুরি করে অটোরিকশা তাঁরা কুমিল্লায় নিয়ে বিক্রি করেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কুমিল্লা, নারায়ণগঞ্জ ও কোতোয়ালি থানায় চুরির মামলা রয়েছে। জামিনে বেরিয়ে এসে তাঁরা আবার চুরিতে জড়িয়ে পড়েন। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের ফের কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি করা অটোরিকশাটি।

আর পড়তে পারেন