বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামীণফোনের কর্মকর্তাসহ আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৭, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে গ্রামীণফোনের সিম বিতরণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটককৃতদের মধ্যে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস (সেলস) সৈয়দ তানভীরুর রহমানও রয়েছেন।

৭ অক্টোবর, রবিবার সকালে র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে কোন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

মিজানুর রহমান জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে গ্রামীণফোনের সিম বিতরণের অভিযোগে সৈয়দ তানভীরুর রহমানসহ প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধ সিম উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া রবিবার (আজ) দুপুরে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান মিজানুর।

আর পড়তে পারেন