শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গুঞ্জন চলছে, বাংলাদেশের একটি ছবিতে কাজ করবেন রানী মুখার্জি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০১৯
news-image

বিনোদন ডেস্ক :
বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। অনেক ব্যবসাসফল বলি সিনেমা জমা রয়েছে তার ঝুলিতে।

সেকারণে বাংলাদেশেও জনপ্রিয় এই বলি অভিনেত্রী। এর পেছনে আরেকটি কারণ রয়েছে। সেটি হলো রানী মুখার্জি একজন বাঙালি।

গত মাস থেকে গুঞ্জন চলছে, বাংলাদেশের একটি ছবিতে কাজ করবেন এই বাঙালি অভিনেত্রী। এ ছবির শুটিংয়ে তিনি ঢাকায় আসবেন। স্বামী আদিত্য চোপড়ার বিখ্যাত প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটির প্রযোজনায়ও রয়েছেন তিনি।

জানা গেছে, ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হওয়া ছবিটির নাম ‘ক্র্যাক প্লাটুন’।

এর পর এ গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কিছু তথ্য। ফেসবুকে ‘ক্র্যাক প্লাটুন’ নামে সার্চ করলেই দেখা যায় হ্যাশট্যাগে রানী মুখার্জি, যশরাজ ফিল্মসের নাম। এ

এ বিষয়ে একটি টিজারও পাওয়া যাচ্ছে।

এর পর গুঞ্জনে আরও যোগ হয়েছে যে, ছবির শুটিং করতে ইতিমধ্যেই ঢাকায় এসেছেন রানী। গোপনে শুটিংও করে গেছেন।

এ নিয়ে বাংলাদেশে রানী মুখার্জির ভক্তদের তুমুল কৌতুহল ও রহস্যময়তায় দিন কাটছে।

ভক্তদের এ কৌতুহল মেটাতে মুম্বাইয়ে রানী মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হয়।

বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন কি-না এমন প্রশ্নে তিনি বিষয়টি সরাসরি গুজব বলে মন্তব্য করেন।

মঙ্গলবার রানী মুখার্জির পক্ষে তার সহকারী মণিকা ভট্টাচার্য বলেন, ‘আপাতত এমন কোনো প্রজেক্টে রানী কাজ করছেন না।

বাংলাদেশে ছবি করা নিয়ে রানীর সঙ্গে কারও কোনো কথাও হয়নি বলে জানান তিনি।

মণিকা ভট্টাচার্য বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যা ছড়ানো হয়েছে পুরোটাই গুজব। রানীর ভক্তদের এসবে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।’

রানী মুখার্জি সম্প্রতি ২০১৪ সালের তার সুপারহিট সিনেমা ‘মারদানি’র সিকুয়েল নিয়ে ব্যস্ত। এবারের ছবিতে রানীকে পুলিশ চরিত্রে দেখা যাবে বলে বলি সূত্রের খবর।

আর পড়তে পারেন