শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গত সাড়ে চার বছরে মুরাদনগরে এক হাজার কোটি টাকার উন্নয়ন …….. এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৮, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
আমি নির্বাচিত হওয়ার পর সরকারের সহযোগিতায় এ উপজেলায় প্রায় ১ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। স্বাধীনতার পরে মাত্র আট মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ৪০ বছর চলছিল। বিদ্যুৎ ছিল মানুষের কাছে সোনার হরিণ। আমি নির্বাচিত হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ৩২ মেগাওয়াট বিদ্যুৎ আনতে সক্ষম হয়েছি, আরো ২০ মেগাওয়াট প্রক্রিয়াধীন রয়েছে।

আগামী ডিসেম্বরের মধ্যে আশা করি পুরো উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা যাবে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় আ’লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনের আলোচনা সভায় আ’লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো চাহিদা নেই, এলাকার সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধ মুরাদনগর গড়াই আমার স্বপ্ন। উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। জননেত্রী যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আবারও এই আসনটি শেখ হাসিনাকে উপহার দিবে মুরাদনগরের জনগণ’।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে গিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়াক খায়রুল আলম সাধন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ওমর ফারুক সরকার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুর রহিম পারভেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম সরকার, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল-কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ নাহিদ, উপজেলা তরুণলীগের সভাপতি আবুবকর সালাফি, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজিব মুন্সী ভাগিনা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ফিরোজ খান, বণ কুমার শিব, সফিকুল ইসলাম, শাহজাহান বিএসসি, আব্দুস সামাদ মাঝি, রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, যুবলীগ নেতা আহসান হাবীব শামীম, আক্তার হোসেন মেম্বার, হেলাল উদ্দিন চৌধুরী, কে এম শারফিন শাহ্, আবিদ আলী, উপজেলা বঙ্গবন্ধু প্রযন্মলীগের সভাপতি ফারুক চৌধূরী, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সভাপতি ওমর ফারুক দেলোয়ার, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম শামিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মহসিন হয়দার, সিনিয়র সহ-সভাপতি মামুন, উত্তর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুন্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, শফিক তুহিন, সদস্য শরিফ খাঁন, হাফিজ খাঁন, রাজিব তুহিন, স্বপন, বায়জিদ, নেছার উদ্দিন প্রমুখ।

আর পড়তে পারেন