শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খোকার স্বপ্ন দেখা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৮, ২০১৯
news-image

শরীফ সাথীঃ

মনের মত সঙ্গী এবং বন্ধু বলে যাকে
মমতারি মায়ার সুরে আপন করে তাকে
একটি পাখি উড়ে এসে গাছে বসে ডাকে
বৃক্ষ ডালে ঘর বানাবে গল্প ছবি আঁকে।

যাই ছুটে যায় এদিক ওদিক ভরাট করে গালে,
দুজন মিলে খড় গুছায় আর বাসা বানাই ডালে।
সন্ধ্যা নামার আগেই যেন বিকেলের ক্ষণ ধার্য,
তৈরী বাসায় উঠছে ফুটে মুখের কারুকার্য।

স্বপ্ন সুখে দিন কেটে যায় খুশীতে মন ভরা,
ডিম পেড়েছে বাচ্চা হবে অপ‚র্ব এই ধরা।
কদিন পরেই কিচির মিচির শব্দ আসে ভেসে,
ছানা দুটোর খানা খাওয়ায় মধুর ভালোবেসে।

আহরণে ব্যাস্ত ওরা এখান সেখান ঘুরে,
আনতে খাবার মা পাখিটি একটু গেল দূরে।
সন্ধ্যা হল খাবার নিয়ে আর আসেনা উড়ে,
শোকে কাতর পাথর ছানার কষ্ট হৃদয় জুড়ে।
মাঠের মাঝে ধরা পড়ে এক শিকারীর ফাঁদে,
বন্দী খাঁচায় ঠোঁট ঠুকায় আর অঝোর ধারায় কাঁদে।

খোকার দেখা ঘুমের দেশের স্বপ্ন গেল ছুটে,
মা মা বলে ডেকে মায়ের ঘুম থেকে সে উঠে।
খোকাকে মা কোলে নিয়ে আদর করতে থাকে,
ঘুমের মাঝে দেখা এমন স্বপ্ন শুনাই মাকে।

লেখকঃ শরীফ সাথী
সম্পাদক: শীর্ষ সাহিত্য পত্রিকা
গীতিকার : বাংলাদেশ বেতার।
বসবাস: সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১।
বাংলাদেশ। মোবা: ০১৭২৪৯৪৮২৫৯।

আর পড়তে পারেন