শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি কেবল আন্দোলেনের মাধ্যমেই সম্ভব

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৮, ২০১৮
news-image

 

 

ডেস্ক রিপোর্ট :

খালেদা জিয়ার মুক্তিসহ সকল নেতাকর্মীর মুক্তি কেবল আন্দোলেনের মাধ্যমেই সম্ভব। আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। আর সেই আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আপনারা সবাই মহানগরের দিকে না তাকিয়ে, নিজেরা সংগঠিত হন, যখনই ডাক দেবে তখনই রাস্তায় নামতে হবে। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই এই দানব সরকারকে সরাতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সকল নেতাকর্মীর মুক্তির জন্য আন্দোলেনের বিকল্প দেখছে না বিএনপি।

শুক্রবার নয়াপল্টনের ভাসানী ভবনে একটি গানের সিডি উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‌খালেদা জিয়াকে সরকার ভয় পায়। সেজন্য তাকে কারাবন্দি করে রেখেছেন। তারা জানে যদি খালেদা জিয়া বাইরে থাকেন তাহলে জনগণের জোয়ার সৃষ্টি হবে। আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া অংশ নেয় তাহলে তাদের ভরাডুবি হবে। এই কারণে তারা অত্যন্ত সুকৌশলে চক্রান্ত করে নির্বাচনের আগে এই মামলার কার্যক্রম দ্রুত শেষ করতে চায়।

মার্কিন রাষ্ট্রদূতও খুলনার নির্বাচনের তদন্ত চেয়েছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে সারা পৃথিবী জানে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের কোনো জায়গা নেই। সরকারের একটাই কাজ প্রতিপক্ষকে দমন করা।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি আগামী সংসদ নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না, যদি বিরোধীদল সেই নির্বাচনে অংশ না নেয়, যদি নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন না হয়, যদি সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা না হয়। ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন এদেশের জনগণ আর মেনে নেবে না।

আর পড়তে পারেন