শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কয়েকদিনের মধ্যে আসছে নতুন রোগ ডিজিস এক্স, কোটি ছাড়াবে মৃতের সংখ্যা!

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নতুন একটি রোগ মানুষের আতঙ্ক হয়ে আসছে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম স্বাস্থ্য সংস্থা ‘দ্য গ্লোবাল প্রিপেয়ার্ডনেস মনিটরিং বোর্ড’। তাদের রিসার্চ অনুযায়ী পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক মারণ রোগ হানা দিতে শুরু করেছে৷ যে পরিস্থিতি বিরাজ করছে সে অনুযায়ী আগামী দু থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছে যাবে৷

উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ,মধ্যপ্রাচ্য, ভারতসহ পূর্ব এশিয়া সর্বত্রই কমবেশি এই রোগ বিস্তার লাভ শুরু করে দিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে৷

রোগটি স্প্যানিশ ফ্লু জাতীয়। ১৯১৮ সালে একবার পৃথিবীতে দাপট দেখিয়েছিল এই রোগ। যাতে চার-পাঁচদিনে মহামারির আকার নিয়েছিল এই রোগ৷ এবারেও যা ইঙ্গিত, তাতে আগামী কয়েকদিনে সারা বিশ্বে মহামারীর আকার নেবে এই নতুন ফ্লু৷ পাশ্চাত্যের বিভিন্ন সংবাদ সংস্থা ইতোমধ্যেই অ্যালার্ট জারি করেছে৷ কারণ এবারেও এই রোগে মৃতের সংখ্যা হবে কয়েক কোটি৷

যে কোনো ফ্লু ধরণের রোগে আক্রান্তের ইমিউনিটি কমে যায়৷ শ্বেত রক্তকণিকা কমে যায় আর এই রোগের ক্ষেত্রে শ্বেতরক্তকণিকার পরিমাণ হঠাৎ বেড়ে যাবে যার জেরে পুরো শরীরের ব্যালান্স একেবারে ওলট-পালট হয়ে যাবে৷

২০১৪-১৬ তে যেমন আফ্রিকায় ইবোলা মহামারীর আকার নিয়েছিল ঠিক তেমনিই এবারেও এই ফ্লু মহামারীর আকার নিতে চলেছে৷ এই রোগকে এখন ডিজিস এক্স ,Disease X বলা হচ্ছে৷