শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কোবা’র উদ্যোগে মাটিরাঙ্গার দুইটি এতিমখানায় ইফতার ও কোরআন বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (কোবা) এর উদ্যোগে গত শনিবার (১২মে) বিকেলে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুইটি হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন শরীফ, ইফতার ও কার্পেট বিতরণ করা হয়েছে।

এর মধ্যে মাটিরাঙ্গার পলাশপুর মিমতাহুল জান্না মহিলা মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় ১০০টি কোরআন শরীফ ও ৪০০০ টাকার ইফতার এবং নতুনপাড়া ক্বারী কেরাতুল নুরানি মাদ্রাসা ও এতিমখানায় ৫০ টি কোরআন শরীফ, নামাযের কার্পেট ও ৪০০০টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে কোবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওসমান গণি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী তানভীর হোসেন, কোবা’র চট্টগ্রাম বিভাগের সদস্য ওয়াছি জিতু, পাপন, জিহান, হিমন, রবিন,কামরুল,তাসনিম প্রমুখ।

আর পড়তে পারেন