বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিক নির্বাচন : প্রচারণায় ব্যস্ত বড় দু’দলের কেন্দ্রীয় নেতারা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৮, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
প্রতীক পেয়ে নির্বাচনী মাঠ জমিয়ে তুলেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। বিশেষ করে বড় দু’দলের মেয়র প্রার্থী দিন-রাত ব্যস্ত প্রচার-প্রচারণায়। সাথে যোগ হয়েছে আ’লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।
কুসিকের ২৭ ওয়ার্ড চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতারা। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নিচ্ছেন গণসংযোগে। গতকাল শনিবার নগরীর বিভিন্ন বিপণী বিতানে নৌকার পক্ষে ভোট চেয়ে গণ সংযোগ করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল । এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে ভোটারদের মন পেতে সমানতালে প্রচারণা চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান দুদু ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রতিকের পক্ষে ভোট চেয়ে গণ সংযোগ করেন।
প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর কুমিল্লা সিটি করপোরেশন এলাকার প্রতিটি পাড়া-মহল্লা।
আধুনিক নগরী প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় চলছে গণসংযোগ।
তবে ভোটাররা বলছেন, যানজট নিরসন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত নগরী গড়তে সক্ষম ব্যক্তি হবেন তাদের নগরপিতা।
আসছে ৩০ মার্চ কুমিল্লা মহানগরের ২ লাখ ৭ হাজার ৫৬৬ ভোটার নির্বাচিত করবে তাদের জন প্রতিনিধি। এদের মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ জন এবং নারী ১ লাখ ৫ হাজার ৫৬৬ জন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৪ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী লড়ছেন।

আর পড়তে পারেন