বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-১১ আসনে রেলমন্ত্রীর সঙ্গে লড়ছেন জামায়াত নেতা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০১৮
news-image

 

নিজস্ব প্রতিবেদক ঃ
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী বর্তমান রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো.তাহের। আওয়ামী লীগ এরমধ্যে কৌশলে প্রচারণা শুরু করেছে। অন্যদিকে, ঐক্যফ্রন্টের প্রার্থীর প্রচারণায় আসা নিয়ে রয়েছে নেতাকর্মীদের ভিন্ন চিন্তা।

চৌদ্দগ্রাম আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূইয়া হাসান এবং সাংগঠনিক সম্পাদক, পৌর মেয়র মো. মিজানুর রহমান বলেন, ১০ বছরে চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিধবা ভাতা, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষিত যুবকদের চাকুরীসহ সবক্ষেত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে চৌদ্দগ্রামে নৌকা প্রতীকের বিকল্প ভাবছেন না সাধারণ ভোটাররা।

কুমিল্লা (দক্ষিণ) জেলা জামায়াতের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজান বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী ডা.তাহেরের পক্ষে আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণা চালাব। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরে নির্বাচন কমিশন প্রচারের কথা বলেছে। সেদিন প্রার্থীর সালাম ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। এখন আওয়ামী লীগের মতো প্রচার-প্রচারণায় নামলে পুলিশ হয়রানি করবে। নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে পুলিশ। অংশগ্রহণমূলক নির্বাচনে পুলিশের এমন আচরণ কাম্য নয়। সরকারের শুভ বুদ্ধির উদয়ের প্রত্যাশা করছি। অবাধ, সুষ্ঠু, নিরপক্ষ নির্বাচন করতে পারলে চৌদ্দগ্রামের আসনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।

আর পড়তে পারেন