শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০২০
news-image

রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২০ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রবিবার অনুষ্ঠিত হয়।

এ বারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার, এন্টিবায়োটিক ও অন্যান্য জীবাণুরোধী ঔষধের সর্তক ব্যবহার”

আলোচনা সভায়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আশরাফুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  শুভাশিষ ঘোষ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল, উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রৌকশলী নাজমুল হাসান, হাসপাতালের কর্মরত সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন