বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা লাকসামে অসামাজিক কাজে জড়িত থাকায় ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৭, ২০১৯
news-image

 

লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩ নারি-পুরুষকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার লাকসাম বাইপাস গন্ডামারা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী ও লাকসাম থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, লাকসাম বাইপাস এলাকার উত্তর লাকসাম গন্ডামারা রাস্তার মাথায় মারুফ টাইলস দোকানের পেছনে জনৈক আলহাজ হাফেজ মুহাম্মদ আবু ইউসুফ ভূঁইয়ার টিনসেড বাড়িতে দীর্ঘদিন ধরে রহিমা বেগম নামে এক চল্লিশোর্ধ্ব নারী দেহ ব্যবসা চালানোর অভিযোগ ছিল। ওই নারী বাইরে থেকে পুরুষ মহিলা এনে তার ঘরে অবৈধভাবে মেলামেশার সুযোগ করে দিয়ে টুপাইস কামাতো। নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার ওই নারী স্বামী ছাড়াই এ বাড়িতে বাসা ভাড়া নিয়ে তার এক কণ্যা সন্তানসহ দীর্ঘদিন অবস্থান করছেন।

ওইদিন এসআই রফিকুল ইসলাম ও এএসআই আবদুর রবের নেতৃত্বে অভিযান চালিয়ে রহিমার ঘর থেকে নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেরে জহিরুল ইসলাম (২২) ও একই এলাকার শাহআলমের কণ্যা ও পুজকরা এলাকার সুমনের স্ত্রী আফরোজা বেগমকে (৩৫) আটক করে। পরে রহিমাসহ ৩ জনকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।
লাকসাম থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বৃহঃবার তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে৷

আর পড়তে পারেন