শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর দেয়া হবে না করোনা তথ্য

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২০, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণ-উপসর্গ নিয়ে মৃত্যুসহ এ বিষয়ে আর দেয়া হবে না কোনো তথ্য। জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (১৯ আগস্ট) রাতে কুমেক হাসপাতালের কোভিড ইউনিটের চিকিৎসক ইশতিয়াক জামান চৌধুরী এক ইমেইল বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, ‘কুমিল্লা জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আর কোনো খবর কোনো ধরনের মিডিয়ায় দেয়া হবে না। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোভিড সংক্রান্ত কোনো খবর জানতে হলে জেলা প্রশাসক অথবা সিভিল সার্জন কার্যালয় থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেল।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, মূলত তথ্য বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় সময় দেখা যায় আমাদের তথ্য এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মিলে না। কারণ এখানে উসর্গ নিয়ে মারা যাওয়া অনেকের নমুনা পজেটিভ আসে। সেটি আবার দু’দিন পর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়। ফলে করোনা পজিটিভ এবং উপসর্গে মারা যাওয়া নিয়ে একই ব্যক্তির তথ্য দু’জায়গায় আসে। এ নিয়ে বিভ্রান্তি হয়। সেটি এড়াতেই এ সিদ্ধান্ত হয়েছে।’

করোনা সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে জেলা সিভিল সার্জন কার্যালয়কে ফোকাল পয়েন্ট করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র মতে মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সিনিয়র সচিব জিয়াউল আহসানের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানসহ জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।

আর পড়তে পারেন