শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৩ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৬৮ ও উপসর্গ ১৩৫ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদরের মোঃ আলম হোসেন (৫১), আবদুল মান্নান (৮২), সদর দক্ষিনের হাসান ইমাম ((৬৮) লাকসামের নেপাল চন্দ্র দাস (৫৫) ও লালমাইয়ের দুধ মিয়া (৭০) রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ২৬ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১২৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৩ জন। তারমধ্যে করোনায় আক্রান্ত ৬৮ জন আর উপসর্গ ও লক্ষণ নিয়ে মৃত্যু ১৩৫ জন।

আর পড়তে পারেন