শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মুক্ত দিবসে ফটো সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৮, ২০১৯
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক ৮ ডিসেম্বর কুমিল্লা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে রোববার বিকেলে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও চারজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল। সম্মননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হলেন সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন, সাবেক সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আবদুল মতিন, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন শীল।

 

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সহ সভাপতি মোঃ মনির হোসেন।

 

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।

 

বীরমুক্তিযোদ্ধাদেরকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, অর্থ সম্পাদক জুয়েল খন্দকার, মোঃ জহিরুল হক বাবু, নুরুল ইসলাম, তুহিন আহমেদ, শাহ ইমরান, অমিত মজুমদার, ম্যাক রানাসহ আরো অনেকে।

 

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক হালিম সৈকত, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এর পর বীরমুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে যুদ্ধে অংশ গ্রহনের কাহিনী বর্ণনা করে বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে এদেশের মুক্তিকামী মানুষ সেদিন জীবনবাজি রেখে অস্ত্রহাতে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। ৩০লাখ মানুণ প্রাণ দিয়েছে, ২লাখ মা-বোন ইজ্জত দিয়েছে, রক্তে কেনা আমাদের এই দেশ ও স্বাধীনতা। মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের ঋণ আমরা কোন দিন শোধ করতে পারবো না।

 

কুমিল্লা ফটো সাংবাদিকরা তাদের ক্ষুদ্র প্রায়স দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর কাজটি প্রশংসনীয় বটে। আমরা সবাই সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো এই হোক আজকের অঙ্গীকার।

 

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন জাকির। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা’র সভাপতি হুমায়ূন কবির রনি, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনী।

 

এছাড়া অনুষ্ঠানে কুমিল্লার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন