বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মহানগরীতে ফসলি জমি নষ্টের প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় অপরিকল্পিতভাবে ঘুংগাঝুড়ি ৬০ ফুট খালের উপর ১৮৮ ফুট ব্রীজ নিমার্নের উদ্যোগ গ্রহন করে কৃষকের হাজার হাজার জমি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা নগরীর সুলতানপুরে ক্ষতিগ্রস্থ কৃষকরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর দক্ষিন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, এস এ বারী সেলিম, মোতালেব মেম্বার, কুদ্দুস মেম্বারস অন্যান্যরা।

মানববন্ধনে বক্তরা বলেন, এলজিইডির উদ্দেশ্যমূলকভাবে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে কুমিল্লার ঘুংগাঝুড়ি খালের উপর অপরিকল্পিতভাবে এ ব্রীজ নির্মান হলে খালের দুই পাশে সুলতানপুর, শাকতলা, জাঙ্গালিয়ার কৃষকের হাজার হাজার একর ফসলি জমি নষ্ট হবে। কৃষকদের দাবী সরকারী জায়গায় খালের নির্দিষ্ট মাপে এই ব্রীজটি নির্মাণ করা হোক।

আর পড়তে পারেন