শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ময়নামতির রানির প্রাসাদ: হাজার বছরের ইতিহাসের সাক্ষী

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৮, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ের উত্তরাংশে অবস্থিত এই ‘প্রাসাদ’। স্থানীয়দের কাছে প্রাসাদ হিসেবে পরিচিত হলেও এটি আসলে একটি বৌদ্ধমন্দির বা বিহার। এর আয়তন ১০ একর। প্রত্নক্ষেত্রে স্থাপিত সাইনবোর্ড থেকে জানা যায়, ১৯৮৮ সালে খননকাজ শুরু হলে পাওয়া যায় চারটি নির্মাণ যুগের স্থাপত্য কাঠামো।

প্রত্নস্থল থেকে পাওয়া প্রত্নবস্তুগুলো অষ্টম থেকে দ্বাদশ শতকের বলে অনুমান করা হয়। উনিশ শতকের গোড়ার দিকে আগরতলার মহারাজা কুমার কিশোর মানিক্য তাঁর স্ত্রীর জন্য এখানে একটি বাগানবাড়ি নির্মাণ করেছিলেন বলেই প্রত্নস্থলটির সঙ্গে রানির নামটি জুড়ে যায়।

এখানে খনন করে পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, জীবাশ্ম কাঠ, কালির দোয়াত, কলস, হাঁড়ি, বাটি, পানির পাত্র, লোহার কাস্তে, ঘর নির্মাণসামগ্রী, পেরেক, শাবল ইত্যাদি। ২০১৬ সালে তৃতীয় দফায় খনন শুরু হয়। পুরাকীর্তি হিসেবে ঘোষিত হলেও পুরো এলাকাটি অরক্ষিত।

আর পড়তে পারেন