বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মনোহরগঞ্জে ডেঙ্গু রোগী শনাক্ত, জনমনে উৎকণ্ঠা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মনোহরগঞ্জে ডেঙ্গু রোগী শনাক্ত, ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা কুমিল্লাতে শত ছুঁই ছুঁই। গত ২৪ঘন্টায় এ রোগে আক্রান্ত ১৯জন রোগী ভর্তি হয়েছে। গত কয়েকদিনে কুমেক হাসপাতালে মোট ৯৪জন রোগী এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৪৭জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে বাকী ৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল (৩১ জুলাই) রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমেক হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার খাতা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

হাসপাতাল ঘুরে দেখা যায়, গত ২৪ঘন্টার ব্যবধানে কুমেক হাসপাতালে ১৯জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে সর্বশেষ রোগী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াদ এবং প্রথম রোগী মাসুম। সে কুমিল্লা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য। পুলিশ সদস্য পদবী প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন এবং ফোনটি কেটে দেন । তিনিও ঢাকা আক্রান্ত হয়েছে বলে ধারণা করছেন।

এছাড়াও বাকীরা হলেন, চান্দিনার মহারং এলাকার জয়নাল আবেদীনের পুত্র কাউসার, চাঁদপুরের নলুয়া গ্রামের জামাল মিয়ার পুত্র শাহাদাত (১৯), দাউদকান্দির মোহাম্মদপুরের নোয়াবআলীর পুত্র মেহেদী। দেবিদ্বারের হারুন মিয়ার পুত্র সুমন (২৬), কুমিল্লা মহানগরীর চকবাজার এলাকার জলিল মিয়ার পুত্র তুষার, বরুড়ার শাকপুর এলাকার আনসার আলীর পুত্র রবিউল (১৪), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার আমীর হোসেনের পুত্র মাসুদ (১৯), শাহরাস্তি উপজেলার কুলপাড়া এলাকার হারুনুর রশিদের পুত্র নজির, হাজীগঞ্জ উপজেলার কাজিরগাও এলাকার জামাল হোসেনের পুত্র আলমগীর (২৮), দেবিদ্বার উপজেলার কইয়াবাড়ী এলাকার নজরুল ইসলামের পুত্র নাজমুল (২৫), কুমিল্লা মহনগরীর কান্দিরপাড় এলাকার ইন্দ্রজিতের স্ত্রী রূপকথা (২১), মনোহরগঞ্জের ঝলম এলাকার সালেহ আহমেদ এর স্ত্রী সালমা (১৮), ব্রাহ্মনপাড়া উপজেলার বান্যদুল এলাকার মৃত মোতালেব মিয়ার স্ত্রী বিলকিছ (৪৫), একই উপজেলার বড়দোশিয়া এলাকার আরিফ মিয়ার স্ত্রী শাহিনুর (২০), দাউদকান্দির অশ্বদিয়া এলাকার রনজিত সরকারের ছেলে সৌরভ, বরুড়া উপজেলার পূর্ব শিলমুড়ি এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মো: হানিফ (২৫), চৌদ্দগ্রাম উপজেলার বেলঘর এলাকার দুলা মিয়ার পুত্র রফিক (৩৮)।

উল্লেখ্য: মোট ভর্তি রোগীর সংখ্যা ৯৪, ছাড়পত্র নেওয়া রোগীর সংখ্যা ৪৭. চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭জন। ধারণা করা হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আগামী সপ্তাহে বাড়তে পাড়ে। তাই সকলে বাসা বাড়ীর চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন সহ জমাট বাঁধা পানি যেন কোন ভাবে জমে থাকতে না পারে এজন্য সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান ও জেলা প্রশাসক মো: আবুল ফজর মীর। গতকাল এক মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।

আর পড়তে পারেন