শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডের ফল বিপর্যয়ে দায়ী কর্মকর্তাদের অদক্ষতা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৭
news-image

 

সাইয়িদ মাহমুদ পারভেজঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডে বারবার ফল বিপর্যয়ের কারণ হিসেবে কর্মকর্তাদের অদক্ষতাকে দায়ী করেছেন কুমিল্লার সুশীল সমাজের নেতারা। তারা বলেছেন, শিক্ষা বোর্ডে দীর্ঘদিন ধরে একই পদে বসে থেকে বোর্ডকে একঘেয়েমি করে ফেলেছেন তারা। সরকারের নির্দেশনা মাঠ পর্যায়ে না জানিয়ে স্বাভাবিক ও সাবলিলভাবে খাতা না দেখে কড়া করে খাতা দেখার নির্দেশনা দেওয়ার ফলেই কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয় হচ্ছে। সেই সঙ্গে বোর্ডের দুজন আনাড়ি ডেপুটি কন্ট্রোলারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের নেতারা। বারবার পত্রপত্রিকায় অভিযোগ আসা বোর্ডের ওইসব কর্মকর্তাদের ডেপুটেশন বাতিল করা ও অন্যত্র বদলি করে বোর্ডকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল বিপর্যয় নিয়ে বোর্ড কর্তৃপক্ষের সামনে প্রশ্ন তুলেছেন। এদিকে কুমিল্লা বোর্ডের ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ওই তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। ফল বিপর্যয়ের কারণ জানতে গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ২১০টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কুমিল্লা বোর্ডের আওতায় ৩৮৫টি কলেজ রয়েছে। যেসব কলেজের ফলে বোর্ডের গড় পাসের হার ৪৯.৫২ ওঠেনি শুধু তাদেরই ওই নোটিশ দেওয়া হয়। ৩৮৫টি কলেজের মধ্যে ২১০টিই ওই নোটিশ পেয়েছে। তাদের আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষায়ও ফল বিপর্যয় হয়েছিল। ওই সময়ও কারণ জানতে বোর্ডের ৯৩০টি স্কুলকে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছিল। তিন মাস পেরিয়ে গেলেও অধিকাংশ স্কুলই ওই নোটিশের জবাব দেয়নি। কলেজের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হতে পারে বলে অনেকে মনে করছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবদুল খলেক ২০১৬ সালের শুরুতে যোগদানের পর থেকে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দুটি পরীক্ষায়ই ফল বিপর্যয় হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালেক ও বোর্ড কন্ট্রোলার কায়সার আহমেদ কখনো পরীক্ষকদের নিয়ে সেমিনার করেননি। বোর্ডের আনাড়ি দুজন ডেপুটি কন্ট্রোলার দিয়ে পরীক্ষকদের সঙ্গে কথা বলান। আর ওই দুই ডেপুটি কন্ট্রোলার পরীক্ষকদের নতুন পদ্ধতিতে খাতা কাটার বিষয়টি নিয়ে কোনো সেমিনার না করে খাতা কড়াকড়িভাবে দেখার নির্দেশ দেন। ফলে খাতা স্বাভাবিক ও সাবলিলভাবে না দেখে অতিমাত্রায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। বেশ কয়েকজন পরীক্ষকের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে অযোগ্যদের দিয়ে ভিজিল্যান্স গঠন করে অন্য জেলায় না পাঠিয়ে শুধু কুমিল্লায়ই তাদের রাখা হয়েছে। তারা বিভিন্ন কলেজে গিয়ে ঠায় অবস্থান নিয়ে হলে পরীক্ষার্থীদের মনোযোগ বিনষ্ট করেছেন। কুমিল্লা শিক্ষাবোর্ডে বেশ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে একই পদে রয়েছেন। তারা রুটিন কাজটিও নিজেরা না করে ডেপুটিদের দিয়ে করান বলে অভিযোগ আছে। বোর্ড কন্ট্রোলার কায়সার আহমেদ গত ৯ বছর ধরে কুমিল্লা বোর্ডে রয়েছেন। তিনি কাউকেই পরোয়া করেন না। ফলে তার বিষয়ে কেউ কথা বলেন না। এ ব্যাপারে খোদ বোর্ডেই ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন পত্রপত্রিকায়ও এ সংক্রান্ত সংবাদ ছাপা হয়েছে। এসব কারণে কুমিল্লা বোর্ডে দায়সারাভাবে কাজ চলে বলেই ফলে তার প্রভাব পড়ছে। এ ব্যাপারে কুমিল্লা সুশীল সমাজের নেতা, সনাক কুল্লিার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, দেশের অন্য বোর্ডগুলোর সঙ্গে সামঞ্জস্য না রেখে তারা পেছনের দিকে হাঁটছেন। জেনু বলেন, খাতার মূল্যায়নে অদক্ষতা, দুর্বল তদারকি ফল বিপর্যয়ের কারণ। তিনি আরও বলেন, কুমিল্লা বোর্ড এলাকাকে মেধাশূন্য করার একটি চক্রান্তও হচ্ছে বলে মনে হয়। এ ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লা সভাপতি অ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী নোমান বলেন, এক ধরনের পরীক্ষক রয়েছেন তারা পরীক্ষার্থীদের খাতায় কম নম্বর দিতে পারলে অহঙ্কার বোধ করেন। বেশ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন একই জায়গায় থেকে পরিবেশ নষ্ট করে ফেলেছেন। তাদের জরুরি ভিত্তিতে পরিবর্তন করতে হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামান আবু নাসের বলেন, ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাকে আহ্বায়ক করে উপকলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও ডেপুটি কন্ট্রোলার হাবিবুর রহমানকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল খলেক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তিনি বলেন, পরীক্ষকদের কড়াকড়িভাবে খাতা দেখার বিষয়টি বলা কখনো উচিত নয়। খাতা দেখার নিয়ম হল স্বাভাবিক ও সাবলিল। যদি কড়াকড়ির করার কথাটি কেউ বলে থাকে তা খতিয়ে দেখা হবে। এসএসসির অনেকেই কারণ দর্শনোর জবাব দেয়নিÑ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আর পড়তে পারেন