শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্বরোডে ভাড়ায় নেই নিয়ম-নীতি, যাত্রীদের পকেট কাটছে লেগুনা!

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৬, ২০১৯
news-image

 

মো. আব্বাস আলীঃ

সরকারি কোনো নিয়ম নীতি অনুসরণ না করে নিজেদের মনের মতো করে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন কুমিল্লায় পদুয়াবাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড লেগুনা মালিক-চালকরা।

তাদের আচরণে মনে হয়, কারো কোনো নির্দেশনাই মানতে রাজি নন লেগুনা চালকরা।

সকল নিয়ম-নীতি উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিয়ে ভাড়া বৃদ্ধি করেছে পদুয়াবাজার টু কোটবাড়ি বিশ্বরোডগামী লেগুনা সার্ভিসগুলো। গত ২-৩ মাস ধরে ভাড়া বৃদ্ধি করেছে লেগুনা সার্ভিসগুলো।

শুধুমাত্র গাড়ির যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে কোনো ধরনের আগাম নির্দেশনা ছাড়া এই ভাড়া বৃদ্ধি করেছে।

যেখানে আগে পদুয়াবাজার থেকে কোটবাড়ি পর্যন্ত ভাড়া ছিলে ১০ টাকা সেটি এখন এক ধাক্কায় বাড়িয়ে করা হয়েছে ২০ টাকা।

শনিবার (১৬ মার্চ) পদুয়াবাজার থেকে কোটবাড়িগামী লেগুনার চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

এ ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে আরও বড় অভিযোগ পাওয়া যায় লেগুনা সার্ভিসগুলোর বিরুদ্ধে।

ক্ষোভ প্রকাশ করে আজকের কুমিল্লাকে যাত্রী লিটন বলেন, এটা কোনো কথা যানজটের কারণে ভাড়া বাড়িয়ে দেবে। এটা কি মগের মুল্লুক নাকি যে যা চাইবে তাই করবে। আসল বিষয় হচ্ছে দেখার কেউ নেই।

আর পড়তে পারেন