শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর বিভিন্ন হাসপাতালে অনিয়মের অভিযোগে অর্থদন্ড প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৪, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীরর বিভিন্ন হাসপাতালে জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় হাসপাতাল পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার দায়ে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কুমিল্লা নগরীর সদর হসপিটালের সামনে শিফা আলট্রাসোনোগ্রাফিকে ৫ হাজার টাকা, হাউজিং ইষ্টেটে আল নুর হসপিটালকে ১ লক্ষ টাকা এবং কুমিল্লা সেবা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় ও সার্বিক সহযোগিতা করেন ডাঃসুমিত রায় এবং জেলা পুলিশ টিম।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন দৈনিক আজকের কুমিল্লাকে জানান, হসপিটাল গুলোতে সেবা মূল্য তালিকা নেই ও ডিউটি ডাক্তার নাই, রোগীর কেভিনে ওটির ফ্রিজ রাখায়,হসপিটাল পরিচালক নিজেই ওটি ইনচার্জ থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ও ডিগ্রি ধারী কোন টেকনিশিয়ান না থাকায় জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন