শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর বাড়ির ছাদে চাষ হচ্ছে চেরী টমেটো

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৯, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

চেরী টমেটো। দেখতে অবিকল চেরী ফল। বাংলাদেশে খুব বেশী দিন হয়নি এর চাষ শুরু হয়েছে। কৃষি অফিসের গবেষণা মাঠে চাষ শুরু হয়েছে বছর তিনেক আগে। এখনো বেশী হয় কৃষি অফিসগুলোর আঙ্গিনায়।

এখন নগরীর অনেকেই বাসার ছাদে টবে ও প্লাষ্টিকের বালতিতে চেরি টমেটোর চাষ করছে। চেরি টমেটোর চাষ হচ্ছে নগরীর ধর্মসাগর সংলগ্ন বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আনোয়ার হোসাইনের বাসার ছাদে।

তিনি জানান, যত্ন তেমন নিতে পারিনি তারপরও ধরেছে মোটামুটি। এ টমেটোগুলো দেখতে খুব সুন্দর । স্বাদও ভালো। উন্নত বিশ্বে খাবারের টেবিল অলংকিত করতে এসব টমেটো প্লেটে করে নাকি সামনে রাখা হয়। আবার অনেক দেশে ফ্রুট সালাদে এগুলো দেয়া হয়। টমেটোগুলো দেখলে বেশ মায়া লাগে। খেতে ইচ্ছে করেনা। গাছে পাকার সে দৃশ্যটা অনেক সুন্দর। গাছগুলো খুব বেশী বড় হয়না। চারা রোপনের দু মাসের মধ্যে ফল আসে। রোপন করে দেখতে পারেন। খেতে পারবেন, বোনাস হিসেবে আনন্দও পাবেন। চারা কোথায় পাবেন?  কৃষি অফিসগুলোতে খোঁজ নিতে পারেন। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে চারা পাবেন।।।

আর পড়তে পারেন