শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর এ্যাপোলো হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৫, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগে থানায় দায়ের করা মামলায় পরিচালক আবদুল মান্নানসহ ৩জনকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শিশু মেহেদী সদর দক্ষিণ উপজেলার বাগমারা ফতেহপুর গ্রামের আবু জাফরের ছেলে। বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) রাতে নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকার এ্যাপোলো নামের একটি প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

 জানা যায়, রবিবার রাতে আবু জাফরের ৩ সপ্তাহ বয়সের ছেলে মেহেদী জ্বরে আক্রান্ত হয়। পরে বুধবার বিকালে স্থানীয় এক দালালের মাধ্যমে নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকার এ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে এক সাথে ৩টি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর মেহেদী মারা যায়। এ ঘটনার পর ওই হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যান।
এদিকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে মেহেদীর বাবা আবু জাফর বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হাসপাতালের পরিচালক আবদুল মান্নান, ডা. ইতি বেগম, ডা. এমএইচ শামীম ও কামরুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে নগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম জানান, এ মামলায় আবদুল মান্নান, ডা. ইতি বেগম, কামরুল হাসানসহ ৩জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আর পড়তে পারেন