শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে ৩১ রোহিঙ্গা আটক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩, ২০১৯
news-image

 

আশিকুর রহমান আশিক/মহিউদ্দিন ভূইয়াঃ

ভারতের জম্মু কাশ্মীর থেকে সীমান্ত দিয়ে পালিয়ে আসা ৩১ নারী-পুরুষ ও শিশু
রোহিঙ্গাকে আটক করেছে কুমিল্লা কোতয়ালি থানা পুলিশ ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কুমিল্লা নগরীর ঈদগাহ মোড়
থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সফি আলম (২৭), আবু সৈয়দ (৭০), ইয়াকুব নবী (৭৫), নবী হোসেন
(৩২), হাবিব উল্লাহ(৪০), সেলিম (৩৮), শাহ আলম (২৮), নুরুন্নাহার বেগম
(২৩), জমিলা খাতুন (৬৫), রহিমা খাতুন (৩১), রাজুমা (৩০), রশিদা (২৫),
মিনু আরা (২৫), হাসান (৬), তাসলিমা (৭), হাবিবা (৪ মাস), রাজিয়া (১৪),
সোহেব (১২), আফনান (৭), নুর আণকিস(৪), নুর কায়দা (দেড় মাস), সোহেল (৯),
আশরাফ (৮), দমির (৪), তসলিমা (২), দমিরা (৭), নুর কায়দা (৮), সৈয়দ নুর
(৩), হাসান (৮), সৈয়দ নুর (২), আদরা বিবি (৯ মাস)। কুতুপালং রোহিঙ্গা
ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজন রয়েছে বলে তারা জানায়।

আটকের কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, তারা
ভারত থেকে সীমান্ত দিয়ে কুমিল্লায় প্রবেশ করে। নগরীর ঈদগাহ মোড়ে তাদের
চলাফেরায় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে কোতয়ালী থানা পুলিশ
তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত রোহিঙ্গারা কোতয়ালি থানা পুলিশ
হেফাজতে রয়েছে। তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর পক্রিয়া চলছে।

আর পড়তে পারেন