বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা টিভি সাংবাদিকদের নির্বাচনঃ রনি সভাপতি, সাইফ রনী সাধারণ সম্পাদক ও আকাইদ সাংগঠনিক সম্পাদক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নিবার্চন ও ভোট গ্রহণ  অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী ২ বছরের জন্যে নির্বাচিত কমিটির কর্মকর্তাগণ হচ্ছেন সভাপতি, একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সহ-সভাপতি আর টিভির কুমিল্লা জেলা ষ্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত , সাধারণ সম্পাদক মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী ভোটে নির্বাচিত , যুগ্ম-সম্পাদক জি টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজা মুন্সী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, অর্থ-সম্পাদক মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত , প্রচার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সমাজ কল্যান সম্পাদক ডিবিসি টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত , দপ্তর সম্পাদক দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা ভোটে নির্বাচিত,

নির্বাহী সদস্য ৪টি পদে দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া , বাংলাভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ ,বৈশাখী টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন ও যমুনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ খালেদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সৈয়দ নুরুর রহমান এডভোকেট, নির্বাচন কমিশনার মাসুদুর রহমান শিকদার এডভোকেট, নির্বাচন কমিশনার শাহ মোঃ আলমগীর খান। গত ২০ জুলাই বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুটি পদে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এই নির্বাচনে ২৫ জন ভোটারের মধ্যে ২৩ জন ভোটার ভোট প্রদান করেন।

ভোটার ফলাফলে সাধারণ সম্পাদক পদে মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনি ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সময় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হান পেয়েছেন ১০ ভোট, একটি ভোট বাতিল বলে গণ্য হয়। অপর দিকে দপ্তর সম্পাদক পদে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শাকিল মোল্লা ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইনডিপেনডেন্ট টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর খন্দকার দিপু পেয়েছেন ৯ ভোট।

আর পড়তে পারেন