শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা কলেজ থিয়েটারের ৩ দিন ব্যাপী কর্মশালা ও সেমিনারের সমাপ্তি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কলেজ থিয়েটার এর ৩ দিন ব্যাপী থিয়েটার কর্মশালা ও সেমিনারের সমাপ্তি হয়েছে।

শনিবার থেকে শুরু হওয়া কুমিল্লা কলেজ থিয়েটার এর ৩দিন ব্যাপী থিয়েটার কর্মশালা ও সেমিনার শেষ হয়েছে সোমবার ।

৩ দিন ব্যাপী উক্ত থিয়েটার কর্মশালা ও সেমিনার পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকার ও পরিচালক শাহজাহান চৌধুরী, কুমিল্লা কলেজ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম রাশেদ, সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশিক পায়েল।

কর্মশালা ও সেমিনারে থিয়েটার এর শুরু কিভাবে হয়, সংস্কৃতি চর্চা কিভাবে জঙ্গীবাদ-সন্ত্রাস থেকে নিজেকে দূরে রাখে। দেশ-দশের ও নিজে ভালো থাকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করারা হয়। শেষ দিনের কর্মশালা শেষে আগামীতে থিয়েটারের কি কি অনুষ্ঠান ও নাট্য উৎসব আয়োজন করবে তা নিয়ে আলোচনা করা হয়।

আর পড়তে পারেন