শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা উন্নয়ন মেলা থেকে দুই পিটিআই শিক্ষকের মোবাইল ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশের মতো কুমিল্লায়ও ৪র্থ উন্নয়ন মেলা শুরু হয়েছে গত ৪ঠা অক্টোবর। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উপস্থাপন স্বরূপ গত চার বছর ধরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে উন্নয়ন মেলার।

এবারের উন্নয়ন মেলার প্রথম দিনেই কুমিল্লায় ঘটেছে অপ্রীতিকর ঘটনা। দুপুর ১২টার দিকে টাউনহল মাঠে পিটিআইয়ের প্রশিক্ষণার্থী দুই শিক্ষক, এসএস জান্নাত আক্ত্রা বরুড়া এবং কাকলী রায় তিতাস থেকে এসেছেন উন্নয়ন মেলায় অংশগ্রহণ করার জন্য।

কিন্তু প্রশাসনের কঠোর নজরদারীতেও ছিনতাইকারীর কবলে পড়লেন এই দুই শিক্ষক। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পাবলিক হাতেনাতে ধরে মোবাইল ফোনগুলো উদ্ধার করে এবং ছিনতাইকারীদের পুলিশে সোপর্দ করে।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে দুই শিক্ষক বলেন, এভাবে যেকোনো প্রোগ্রামে পিটিআই শিক্ষকদের নেওয়ার কি দরকার যদি প্রশাসন সঠিক নিরাপত্ত্বা না দিতে পারে? ভাগ্য ভালো যে পাবলিক ছিনতাইকারীদের ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরেছে, না হলে প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্ট সম্বলিত মোবাইল ফোন ছাড়াই ফিরতে হতো আমাদের।
মেলায় আগন্তুক অনেকেই এমন ঘটনার নিন্দা জানিয়েছেন।

আর পড়তে পারেন