শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে মৃত ব্যাক্তির নাম

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২১, ২০১৯
news-image

 

জাকির হোসেন হাজারি, দাউদকান্দিঃ
কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হয়েছেন একজন মৃত ব্যক্তি। ২০ অক্টোবর অনুমোদিত কমিটির সদস্য অধ্যক্ষ আইয়ুব আলী চান্দিনা উপজেলা আ’লীগের সভাপতি থাকা অবস্থায় গত ১৫ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। মৃত ব্যাক্তিকে কমিটিতে রাখায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দলীয় সূত্র জানায়, সারাদেশে চলমান আ’লীগের শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই কেন্দ্রীয় আ’লীগের সাথে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের গত ১৪ অক্টোবর ধানমন্ডি আ’লীগ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর রাতে ২৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। অনুমোদিত প্রস্তুতি কমিটির ২৬ নং সদস্য চান্দিনা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি  অধ্যক্ষ আইয়ুব আলী আট মাস আগে ইন্তেকাল করেন।

প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ বলেন, রবিবার রাতে কমিটি হাতে পাওয়ার পর বিষয়টি নজরে এসেছে। আমাদের জেলা আ’লীগতো হাওয়ায় হাওয়ায় জেলা আ’লীগ। একজন উপজেলা আ’লীগ সভাপতি ও জেলা আ’লীগের সদস্যের মৃত্যুর পর যদি বাংলাদেশ আ’লীগকে না জানায়, তাহলে বাংলাদেশ আ’লীগের দোষ কোথায়? আর এই কমিটি চুড়ান্ত করার আগে খসড়া আমাদেরকে দেখানো হলে হয়তো এ অনাকাঙ্খিত ভূল হতোনা। তিতাস মেঘনা উপজেলার কোন সদস্য না থাকা প্রসঙ্গে বলেন, আমাদের কাছ থেকে খসড়া তালিকা নিয়ে করলে হয়তো এ দুই উপজেলার কেউ না কেউ থাকতো। আমরা সোমবার চেষ্টা করবো বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদকের সাথে দেখা করে বিষয়টি সংশোধন করার।

জেলা আ’লীগ সভাপতি আব্দুল আওয়াল সরকার অসুস্থ্য থাকায় বক্তব্য নেয়া যায়নি।

আর পড়তে পারেন