শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ইপিজেডে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন, পুলিশের সাথে সংঘর্ষ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০১৭
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

বেতন-ভাতার দাবিতে কুমিল্লা ইপিজেডে ওয়াসিস টেক্সটাইল নামে একটি কোম্পানীর শ্রমিকদের সঙ্গে মালিক ও পুলিশের সংঘর্ষ  হয়েছে । এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাকাঁ রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ টা থেকে শুরু করে সন্ধ্যা সোয়া ৬ টা পর্যন্ত চলে।

স্থানীয় সূত্র জানায়, ওয়াসিস টেক্সটাইল কোম্পানিতে প্রায় ১ হাজার ২ শত শ্রমিক কর্মরত রয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শ্রমিকের ৩ মাসের আবার অনেকের এক মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বকেয়া বেতন-ভাতার দাবিতে  শ্রমিকরা বিকেলে আন্দোলন শুরু করলে প্রথমে কোম্পানির মালিকদের সাথে সংঘর্ষ হয়। পরে ইপিজেড ফাঁড়ির পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে।

আর পড়তে পারেন