শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৯৩ কেজি ইলিশ উদ্ধার, সাতজনের দণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ইলিশ বিক্রির দায়ে কুমিল্লার হোমনায় সাত ব্যবসায়ীকে দণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এ সময় ৯৩ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বিজয়নগর ও সদর বাসস্ট্যান্ড এলাকায় এ রায় দেন ইউএনও তাপ্তি চাকমা।

দণ্ডিতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার শান্তিপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. রুবেল, একই এলাকার আকবর আলীর ছেলে মালেক, কাঠখাল গ্রামের আব্দুল লতিফের ছেলে আতাউর রহমান, ইটনা উপজেলার কাইট্টা কান্দার শরীফ মিয়ার ছেলে মনির হোসেন, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের তারা মিয়ার ছেলে মোস্তফা, একই এলাকার নুরুল ইসলামের ছেলে আবুল কালাম ও নারয়নগঞ্জের আড়াইহাজার উপজেলার খালিয়ারচর গ্রামের আব্দুল করিমের ছেলে আক্তার হোসেন।

ইউএনও তাপ্তি চাকমা বলেন, সকালে অভিযান চালিয়ে বিজয়নগর গ্রাম ও বাসস্ট্যান্ড এলাকা থেকে ৯৩ কেজি ইলিশসহ সাত ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

আর পড়তে পারেন