শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৩ উপজেলায় ৭ জন করোনায় আক্রান্ত: মৃত্যু একজনের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় আজ করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ৭ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮১ জনে। আজকে সুস্থ্য হয়েছেন ২ জন। তারা দেবিদ্বারের বাসিন্দা।

আজ শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।  ফলে মৃত্যু সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চান্দিনায় ৫ জন, হোমনায় একজন ও দাউদকান্দিতে একজন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৭৩ জন, মুরাদনগর ১৫৯ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৭ জন, লাকসামে ৮৯ জন, চান্দিনায় ১২০ জন, তিতাসে ৩০ জন, দাউদকান্দিতে ৩০ জন,বরুড়ায় ২৫ জন, বুড়িচংয়ে ৮৬ জন, মনোহরগঞ্জ ২২ জন, ব্রাহ্মণপাড়ায় ২৭ জন,নাঙ্গলকোটে ৬৭ জন, হোমনায় ২১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ২৬ জন, লালমাইয়ে ১০ জন, চৌদ্দগ্রামে ৬৪ জন, আদর্শ সদরে ৭০ জন, মেঘনায় ১৮ জনসহ জেলায় আক্রান্ত মোট ১ হাজার ২৮১ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১১ হাজার ৪৯৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৬৪০ জনের। এর মধ্যে ১ হাজার ২৮১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৩৯  জন এবং সুস্থ হয়েছে মোট ১৮৬ জন।

আর পড়তে পারেন