বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ১’শত শিক্ষার্থী পেলো বাইসাইকেল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০১৯
news-image

 

 

মহিউদ্দিন ভূইয়া ঃ

 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় স্কুল ছাত্র-ছাত্রীদের বাই-সাইকেল বিতরণ ও প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে “জমি আছে ঘর নাই” প্রকল্পের আওতায় গৃহ নির্মান করে চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১০টায় পাচঁথুবী ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলারচেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল।

 

 

পাচঁথুবী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বাহালুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

 

 

পাচঁথুবী ইউনিয়নের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৩৫জন স্কুল ছাত্রী ও ৬৫জন ছাত্রদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয় এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্পের অধিনে দুযোর্গ সহনীয় ঘর ও প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে “জমি আছে ঘর নাই” প্রকল্পের আওতায় ১৪টি গৃহ নিমার্ন করে অনুষ্ঠানে গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর করা হয় ।

আর পড়তে পারেন