শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কবলে সাবেক মন্ত্রী; আহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০১৮
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে তিনি সহ ৫জন আহত হয়। আহতাবস্থায় তাদেরকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো নেওয়া হয়েছে।

সাবেক সচিব এবিএম গোলাম মোস্তফা বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সাবেক এমপি ছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে। আহত অন্যরা হলেন- তার ব্যক্তিগত সহকারি আকতার হোসেন, সফরসঙ্গী ফারুক আহমেদ, জীবন এবং গাড়ি চালক।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা এবং দেবিদ্বার আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফিরছিলেন তিনি।

মঙ্গলবার দুপুর ১টায় মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় পৌঁছলে তার বহনকারী গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে ধোপখোলা আজগর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আর পড়তে পারেন