শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সোমবার ৬৯ জনের করোনা শনাক্ত, শহরেই আক্রান্তের সংখ্যা বেশি

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০২০
news-image

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ সোমবার ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০১ জনে।

আজকের রিপোর্টে সিটি করপোরেশনের ১ জন, আদর্শ সদরের ১ জন ও নাঙ্গলকোটের ১ জনসহ ৩ জনকে মৃত দেখানো হয়েছে।।ফলে মৃত্যু সংখ্যা ৯৪ জন হলো ।

আজকের রিপোর্টে ১১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন বুড়িচংয়ের ৫ জন ও সদর দক্ষিণের ৬ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ৩৩ জন, আদর্শ সদরে ৪ জন, চৌদ্দগ্রামে ১১ জন, মুরাদনগরে ১ জন, সদর দক্ষিণে ৪ জন, নাঙ্গলকোটে ১ জন, বরুড়ায় ৮ জন, বুড়িচংয়ে ২ জন, লালমাইয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন ও মনোহরগঞ্জে ১ জন।

সোমবার (২৯ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩১৬ জন, মুরাদনগর ২৩৮ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৮৫৪ জন, লাকসামে ১৯১ জন, চান্দিনায় ১৮৮ জন, তিতাসে ৯৩ জন, দাউদকান্দিতে ১৪০ জন, বরুড়ায় ৯২ জন, বুড়িচংয়ে ১৬৯ জন, মনোহরগঞ্জে ৮৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৩ জন, নাঙ্গলকোটে ১৯০ জন, হোমনায় ১১০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১০০ জন, লালমাইয়ে ৪৭ জন, চৌদ্দগ্রামে ২৫২ জন, আদর্শ সদরে ১২৬ জন, মেঘনায় ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৮ হাজার ৫৯৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৬ হাজার ৯৯৬ জনের। এর মধ্যে ৩ হাজার ৩০১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৯৪ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৩১৭ জন।

আর পড়তে পারেন