শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সংখ্যালঘু ও হিজরা জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় সমাজের অবহেলিত লৈঙ্গিক দিক থেকে  সংখ্যালঘু ও হিজরা জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর একটি রেস্টেুরেন্টে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাজের অবহেলিত লৈঙ্গিক দিক থেকে সংখ্যালঘু ও হিজরা জনগোষ্ঠীকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভূক্ত করণ ,সমাজে পূনর্বাসন সহ সম্ভাব্য করণীয় সম্পর্কে কুমিল্লা জেলার নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, কুমিল্লার পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আপেল মাহমুদ, কুমিল্লা বি.এম.এ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এ্যাডভোকেসী,উপ-ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান । সমাপণী বক্তব্য রাখেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অর্থ ও প্রশাসন বিষয়ক পরিচালক মোঃ শহীদুল আলম।

আর পড়তে পারেন