শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শুরু হয়েছে ২য় আন্ত: জেলা মাদক ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৪, ২০১৭
news-image

মোঃ আরিফুর রহমান মজুমদার ঃ

“মুক্তির মিছিলে মিলি নিরাপদ কুমিল্লায়” এই শ্লোগানে কুমিল্লায় শুরু হয়েছে ২য় আন্ত: জেলা মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের উদ্যোগে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজি (এডমিন এন্ড অপ্স) মোঃ মোখলেসুর রহমান বিপিএম (বার)।

জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনিরুজ্জামান বিপিএম, সিপিএম, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের।

প্রতিযোগিতায় কুমিল্লার ১৭ টি থানার ৭১ টি বিতর্ক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্রতিযোগিতায় সহযোগি থাকছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদ।

আর পড়তে পারেন