মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শুক্রবারে করোনায় আক্রান্ত ৮৬ জন, সর্বোচ্চ আক্রান্ত শহরে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০২০
news-image

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ শুক্রবারে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১০ জনে।

আজকের রিপোর্ট চৌদ্দগ্রামে ১ জন ও আদর্শ সদরে ১ জনকে মৃত দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২১ জন হলো।

আজকের রিপোর্টে কোনো সুস্থ্য দেখানো হয়নি।

আজ আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩১ জন, চৌদ্দগ্রামে ১১ জন, লাকসামের ১০ জন, নাঙ্গলকোটের ৬ জন, আদর্শ সদরে ৫ জন, বরুড়ায় ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৬ জন, লালমাইয়ে ৬ জন ও হোমনায় ৩ জন।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৬০ জন, মুরাদনগর ২৬৪ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১৪৩ জন, লাকসামে ২৭৯ জন, চান্দিনায় ২১৫ জন, তিতাসে ১১৭ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৬৩ জন, বুড়িচংয়ে ১৯৩ জন, মনোহরগঞ্জে ১২৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৬ জন, নাঙ্গলকোটে ২৪১ জন, হোমনায় ৭১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩৪ জন, লালমাইয়ে ৭৩ জন, চৌদ্দগ্রামে ৩৯৪ জন, আদর্শ সদরে ১৬০ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২১ হাজার ২৯৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৯০৯ জনের। এর মধ্যে ৪ হাজার ৩১০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১২১ জন এবং সুস্থ হয়েছে মোট ২ হাজার ২১৭ জন।

আর পড়তে পারেন