বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শনিবার ৮৬ জনের করোনা শনাক্ত,সর্বোচ্চ শনাক্ত সিটিতে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০২০
news-image

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ শনিবার সর্বোচ্চ ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৪ জনে।

আজকের রিপোর্টে মনোহরগঞ্জ উপজেলায় ১ জন, বরুড়ায় ১ জন ও লাকসামের ১ জনসহ মোট ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৬ জন হল।

আজকের রিপোর্টে ৩৩ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন দেবিদ্বারের ৮ জন, নাঙ্গলকোটের ৮ জন, মনোহরগঞ্জের ৬ জন ও দাউদকান্দির ১১ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ২০ জন, সদর দক্ষিণে ৫ জন, নাঙ্গলকোটে ১ জন, মনোহরগঞ্জে ২ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৮ জন, দেবিদ্বারে ৭ জন, বরুড়ায় ৮ জন, চান্দিনায় ২ জন, চৌদ্দগ্রামে ১৯ জন, মেঘনায় ৩ জন ও মুরাদনগরে ৫ জন।

শনিবার (৪ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৩৮ জন, মুরাদনগর ২৫৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৩১ জন, লাকসামে ২২৪ জন, চান্দিনায় ২০৭ জন, তিতাসে ১০৩ জন, দাউদকান্দিতে ১৫০ জন, বরুড়ায় ১৩৪ জন, বুড়িচংয়ে ১৭৯ জন, মনোহরগঞ্জে ১০৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৮ জন, নাঙ্গলকোটে ২১৩ জন, হোমনায় ১৪৯ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১২৩ জন, লালমাইয়ে ৬০ জন, চৌদ্দগ্রামে ৩৩৭ জন, আদর্শ সদরে ১৪৫ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ৮২৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ১৯০ জনের। এর মধ্যে ৩ হাজার ৮৬৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১০৬ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৬৪৬ জন।

আর পড়তে পারেন