শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শতাধিক নির্মাণ শ্রমিককে স্বাস্থ্যসেবা প্রদান করলো কিং ব্র্যান্ড সিমেন্ট

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৮, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় শতাধিক নির্মাণ শ্রমিককে স্বাস্থ্যসেবা প্রদানসহ নির্মাণ শ্রমিকদের নিয়ে টেকনিক্যাল সেমিনার করেছে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট।

রবিবার (২৮ জুলাই) বিকেলে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকার একটি রেস্টুরেন্টে “রাজসভা” নামক এ স্বাস্থ্যসেবা ও সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের এজিএম মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা কংশনগরের সিমেন্টের ডিস্ট্রিবিউটর মোঃ এমদাদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ মাসুদুর রহমান খান ও কুমিল্লার যমুনা হাসপাতালের পরিচালক (অর্থ) মোঃ কেফায়েত উল্লাহ । অনুষ্ঠানে টেকনিক্যাল সেমিনারটি পরিচালনা করেন শোকদেব হাওলাদার।

অনুষ্ঠানের শুরুতে প্রায় শতাধিক নির্মাণ শ্রমিককে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আল রাইহান পাটোয়ারি ও ডাঃ সালমা আক্তার সাথী।

টেকনিক্যাল সেমিনারে নির্মাণ কাজে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিকরণের উপায়, নির্মাণ কাজে নিরাপত্তার বিষয়, নির্মাণ সামগ্রী নির্বাচন, সিমেন্টের গুণগতমান নির্বাচন, ভাল সিমেন্টের বৈশিষ্ট সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আর পড়তে পারেন