শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শতভাগ ফেল করা স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৩, ২০২০
news-image

 

কুমিল্লা প্রতিনিধি ;

কুমিল্লার চান্দিনায় ২০১৯ সালের পিইসি পরীক্ষায় শতভাগ ফেল করা দক্ষিণ নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দক্ষিণ নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, স্কুলের অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা রয়েছে। আমি দায়িত্ব নিয়েছি একবছর হলো। সব সমস্যার সমাধান করতে পারিনি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কম। অনেকেই মা-বাবার সঙ্গে ইটভাটায় কাজ করে। এ কারণে ফলাফল খারাপ হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, শতভাগ পরীক্ষার্থী ফেল করার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান জানান, তদন্ত প্রতিবেদনে কারো দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীরাও ভুল করতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আর পড়তে পারেন