শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৮, ২০২০
news-image

 

শাহ ইমরান:

কুমিল্লা নগরীর বিভিন্ন মার্কেটে  মাস্ক ব্যবহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় জরিমানা করা হয়েছে।

রবিবার ( ৭ জুন) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর নিউমার্কেট, সাত্তার খান কমপ্লেক্স , খন্দকার হক টাওয়ারের ৩ টি দোকানকে স্বাস্থ্যবিধি অমাণ্য করায় ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ইজিবাইকের চালককে ৫০০ টাকা,মাস্ক ব্যবহার না করায় শপিং সেন্টারে আগত ক্রেতাদের ২০০ ও ৩০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহনের জন্য কুমিল্লা নগরীর “ফারজানা পরিবহন” কে ১০ হাজার  টাকা জরিমানা করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন সুলতানা নিপা ও ফাহিমা বিনতে আখতার দৈনিক আজকের কুমিল্লাকে জানান অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া রাখার কারনে এবং সামাজিক দূরত্ব আর স্বাস্থ্য বিধি অমান্য করায় এসব জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন