শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৭ জনের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৯
news-image

শাহ ইমরানঃ

মাদক ব্যবসা ও মাদক সেবন রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় অভিযান পরিচালনা করে কুমিল্লা সদরের ধর্মপুর রেলস্টেশন এলাকায় ৭ জন মাদকসেবিকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) বিকেল ৪ টায় কুমিল্লার ধর্মপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃআশরাফ আলী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ আলী জানান, জাকির হোসেন (৪২), মনির(৫০), রিয়াদ উদ্দিন (২১), রুবেল (২৮), হযরত আলী(২২), ইউসুফ(৩৫), চন্দনসরকারকে(৩২) মাদক সেবন অবস্থায় পাওয়া যাওয়ায় মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৭জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় ও দুই জনকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

আর পড়তে পারেন