শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ন বিষযক সেমিনার অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৪, ২০১৮
news-image

 

প্রেস বিজ্ঞপ্তি :

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলাপ্রশাসন, কুমিল্লা এ সেমিনারের আয়োজন করে। মাল্টিমিডিয়ার মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আছাদুল ইসলাম। তিনি ভোক্তা অধিকার আইনে বর্ণিত বিভিন্ন দিক মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন এবং বাজার তদারকির মাধ্যমে উঠে আসা বিভিন্ন অসংগতির ছবি দেখান এবং একজন ভোক্তা প্রতারিত হলে কীভাবে অভিযোগ দায়ের করবেন সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথি জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকায় সভাপতি অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত আবুল বলেন, ‘আইনটি বাস্তবাযনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শাস্তির চেয়ে আমাদের নাগরিক বোধটি আগে জাগ্রত হওয়া জরুরি। স্বাধীনতার এতদিন পরে এসও এমন একটি আইনের সুফল আমরা পাচ্ছি এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।’ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল বাশার শিপন, রাণীর বাজার ব্যবসায়ী সমিতির মাহবুব মেহেদী, এলপিজি ব্যবসায়ী সমিতির উজ্জল দে, ইট ভাটা মালিক সমিতির অর্থ সম্পাদক আব্দুল মতিন, নিরাপদ সড়ক আন্দোলনের জাহানারা বেগম প্রমুখ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত তুলে ধরেন।
উক্ত সেমিনারে পরিবেশ অধিদপ্তরের ডিডি সামসুল আলম, সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, পরিবার পরিকল্পনার ডিডি মো: মাহবুবুল করিম, এনএসআই এর ডিডি শেখ ওমরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, জেলা মৎস্য অফিসার আব্দুল কুদ্দুস আকন্দ, ড্রাগ সুপার মো: হারুণ অর রমীদ, জেলা বাজার কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, ম্যান পাওয়ার অফিসের এডি দেবব্রত ঘোষ, খাদ্য অফিসের রবীন্দ্রলাল চাকমা, ফায়র সার্ভিস অফিসের আলমগীর হোসেন, বিএসটিআই অফিসের জিশান আহম্মেদ তালুকদার, আনসার ও ভিডিপি অফিসের সার্কেল অ্যাডজুট্যান্ট মো: সিদ্দিকুর রহমান খান, সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার নুরুল আমিন, বিজিরি মো: সাদেক আলী ও প্রাথমিক শিক্ষা অফিসের সঞ্চিতা দসসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা শিল্প ও বলিক সমিতির সহ-সভাপতি শাহাজান সিরাজ, এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক উজ্জল দে, বেকারি মালিক সমিতির সভাপতি তারেক কামাল ইমতিয়াজ, রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মজুমদার, মিষ্টি ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশীদ, রাজগঞ্জ বাজরের সভাপতি তোফাজ্জল হোসেন, রাণীর বাজার সমিতির সভাপতি কোরবান আলী, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল বাশার শিপন, বেসরকারি সংস্থা দর্পনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ, ছাত্র/ছাত্রী সাংবাদিকসহ সর্বস্তরের ভোক্তা সাধারণ এ সেমিনারে উপস্থিত ছিলেন।
সভাপতি ভোক্তা বান্ধব এ আইনটি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আর পড়তে পারেন