শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৭, ২০১৯
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। তবে, এ সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা জরুরী বলে তিনি মত প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের সঞ্চালনায় এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন ক্যাব এর সহ সভাপতি জাহানারা বেগম, চেম্বারের পরিচালক সাহাজান সাজু, জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, বিআরডিবির উপপরিচালক জোবেদা আক্তার, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক এ এস এম জোবায়েদ, জেলা বাজার কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা, সিভিল সার্জন অফিসের ডা. ইশরাত জাহান, গণপূর্তের সহকারী প্রকৌশলী মো: ইউসুফ সাব্বির, শিল্পনগরী কর্মকর্তা হাসান আরিফ চৌধুরীসহ জেলা পর্যায়ের দপ্তরপ্রধানবৃন্দ।
জেলার বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভিক্টোরিয়াসহ অন্যান্য সরকারি কলেজের ছাত্র-ছাত্রী, মিষ্টি, মুদি, বেকারি সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি এ সেমিনারে অংশ নিয়ে আইনটি বাস্তবায়নে সুচিন্তিত মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই ভোক্তা অধিকার সম্মর্কে অতটা সচেতন নয়। ফলে, ভোক্তারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন। এবিষয়ে মানুষকে অধিকার সচেতন করে তুলতে প্রচারের উপর জোর দেন তারা।

আর পড়তে পারেন