শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬ হাজার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০১৮
news-image

সেলিম সজীবঃ
সুষ্ঠ শান্তপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে কুমিল্লা জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা শুরু হয়েছে। রবিবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেন।

জানা যায়, এ বছর কুমিল্লা জেলায় ৩৩২ টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে। গতকাল রবিবার পরীক্ষার প্রথম দিন ইংরেজী পরীক্ষায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা মোট ৬ হাজার ৯ শ ৯৯ জন অনুপস্থিত ছিলো। পরীক্ষায় অংশগ্রহনকারীর গড় ৯৮ ভাগ।

এছাড়াও এবতেদায়ী পরীক্ষায় ১৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এবতেদায়ীতে পরীক্ষায় উপস্থিতির হার শতকরা ৮৮ ভাগ।

আর পড়তে পারেন