বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পৃথক অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২২, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র-মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আজ রবিবার নগরীর পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ। জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় বিভিন্ন প্রকারের অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর রেইসকোর্স এলাকার মৃত আবু তাহেরের ছেলে মোবারক হোসেন (২৮), মৃত আ. রহমানের ছেলে জালাল মিয়া (৩৭) এবং মাদারীপুর জেলার রাজৈর থানার শায়েস্তাবাদ এলাকার শাহআলম বয়াতীর ছেলে জামাল (৩৫)। এদিকে, নগরীর উজির দিঘীরপাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিলসহ এমরান হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমরান হোসেন জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে। কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, পৃথক অভিযানের ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে মামলা হয়েছে।

আর পড়তে পারেন