শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল নেয়ায় শিক্ষককে অব্যাহতি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় জেডিসি পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখায় এক শিক্ষককে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার এ নির্দেশনা দেন ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। অব্যাহতিপ্রাপ্ত মো. ফারুক আহাম্মদ নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার হল সুপার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, রোবাবার জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিনে সাহেবাবাদ মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী। এ সময় ওই কেন্দ্রে আকাইদ ও ফিকহ পরীক্ষা চলছিল। কেন্দ্রের একটি কক্ষে দায়িত্ব পালন করছিলেন মো. ফারুক আহাম্মদ। পরীক্ষার সময় পকেটে মোবাইল দেখতে পেয়ে নির্বাহী ম্যাজিস্টেট তাৎক্ষণিক তাকে পরীক্ষার হল থেকে বাইরে যাওয়ার নির্দেশ দেন। এছাড়া বাকি সব পরীক্ষা থেকে অব্যাহতি প্রদান করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আর পড়তে পারেন